সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ দুপচাঁচিয়ার তালোড়ায় উচ্চ ফলনশীল আলুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় হেফাজত ইসলামী বাংলাদেশ এর কমিটি গঠন দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! বাসায় ঢুকে নাট্য অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে: ট্রাম্প নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪ ইউএসএআইডি’র অর্থ তছরুপ হয়েছে কিনা খতিয়ে দেখবে ভারত শেরপুরে সোনালী ব্যাংক ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ!

এইচ এম মিলন,কালকিনি(মাদারীপুর):
  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মুরদা সরদারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ রোববার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের চাচাতো ভাই আবুবক্কারের গোয়াল ঘরে কেবা-কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে মুহূর্তের মধ্যে ওই চেয়ারম্যানের গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আবুবক্কারের ও ওই চেয়ারম্যানের ৪ টি গরু এবং তাদের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন। এ ব্যাপারে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, অগ্নিসংযোগের কারনে আমার এবং আমার চাচাতো ভাইয়ের দুটি গোয়ালঘর ও চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com