সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিজ বাড়িতে আহত হয়েছে ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। এসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩০) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জিরাবো এলাকার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অভিনেতা আজিজুর রহমান আজিজ। রোববার ভোর রাতে ২জন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করেন।
এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বুঝতে পেরে বাইরে আসলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে। একই সময় তার স্ত্রীকেও আঘাত করে পালিয়ে যায় তারা। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে ।
পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোরে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।