দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর(বারি আলু-৪১ ও বারি আলু-৬২) জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রি প্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার বারিঅঙ্গ) এর অর্থায়নে ২৩ফেব্রুয়ারি রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামানের সভাপতিত্বে ও কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র বগুড়ার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রাজিউল হাসান মন্ডলের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর এর পরিচালক ড. মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ছামছুল আলম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম তানজিমুল ইসলাম, কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্র এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তৌহিদুর রহমান, সরেজমিন গবেষণা বিভাগ বগুড়ার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রহমত আলী মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার মামুন হোসেন প্রাং, বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার ও আলু চাষী মনোয়ারুল করিম তালুকদার, আলী চাষী আলিম উদ্দিন প্রমুখ। মাঠ দিবসের পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ও পরে আলুর প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত মাঠ দিবসে প্রায় শতাধিক আলু চাষী উপস্থিত ছিলেন।