দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রæয়ারি রোববার বিকেলে এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের চেয়ারম্যান আল-আমিন মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহকারী শিক্ষক আশরাফুল আলম, উপদেষ্টা আবু আল-আমিন জনি, সদস্য সচিব অজিত কুমার, পরিচালক রেজওয়ান আলী, সদস্য ইদ্রিস আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য ২০ ডিসেম্বর -২৪ সালের বৃত্তি পরীক্ষায় দুপচাঁচিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক এর ১২টি, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ১৯টি, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১১ টি ও মাদ্রাসা পর্যায়ে ৫টি মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট ১১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে, ৭০ জন জেনারেলে, ৯১জন প্রাতিষ্ঠানিক কোটায় ও ১৩৯ জন শুভেচ্ছাসহ মোট ৩৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বৃত্তি পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ও পাওয়া যাবে।