সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ দুপচাঁচিয়ার তালোড়ায় উচ্চ ফলনশীল আলুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় হেফাজত ইসলামী বাংলাদেশ এর কমিটি গঠন দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! বাসায় ঢুকে নাট্য অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে: ট্রাম্প নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪ ইউএসএআইডি’র অর্থ তছরুপ হয়েছে কিনা খতিয়ে দেখবে ভারত শেরপুরে সোনালী ব্যাংক ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

‎জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫


‎মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি: সমাজ থেকে মাদক নির্মূলের স্লোগান বুকে ধরে জাতীয় পতাকা হাতে নিয়ে মাদারীপুর থেকে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)। ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। রোববার সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন দুই ভাই।
‎সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে গত ২৬ জানুয়ারি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তারা।
‎হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো। তিনি আরও বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রিযাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না। সুস’ভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া চাই- বলে হাফেজ সিয়াম ও হাফেজ সায়েম।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com