রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

শেরপুরে বিদ্যুপৃষ্টে আহত ৩, ঝুলে ছিলেন শ্রমিক

শাফিউল ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
শেরপুরে বিদ্যুপৃষ্টে আহত ৩, ঝুলে ছিলেন শ্রমিক
শেরপুরে বিদ্যুপৃষ্টে আহত ৩, ঝুলে ছিলেন শ্রমিক

বগুড়ার শেরপুরে নির্মানাধীন বিল্ডিং বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রিসহ দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী (মোয়াজ্জেম) নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশক্সকা জনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নির্মানাধীন বিল্ডিং বাড়ি ৩৩ কেভি তারের সঙ্গেই লাগানো। মিস্ত্রিরা কাজ না করার জন্য জানালে ওই ৩৩ কেভি তার পাইপ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। নির্মানাধীন বিল্ডিং বাড়িতে কাজ করা চারাটের (আঞ্চলিক ভাষা) উপর দিয়ে গিয়েছে। যার কারেণ এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহত সোহানের ভাই ফেরদৌস জানান, সোহানের শরীরের প্রায় ৭০ শতাংশ পুরে যাওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com