সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে বড় কোন ক্ষতির মুখে পড়তে হয়নি তাকে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়লেও অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন সৌরভ। সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তার গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে এতে তিনি কোনো আঘাত পাননি।
জানা গেছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ করে গাড়িবহরের একটি গাড়ির দিকে এগিয়ে আসে। এতে করে গাড়িটি কড়া ব্রেক করলে পেছনের গাড়িগুলো সামনের গাড়িতে ধাক্কা দেয়। এর মধ্যে সৌরভ গাঙ্গুলীর গাড়িও ছিল।
দ্য হিন্দু জানিয়েছে, দুর্ঘটনার পর সৌরভ গাঙ্গুলী নিরাপদে অনুষ্ঠানে পৌঁছেছেন। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে গাড়িবহর ও ট্রাকচালকের বক্তব্য নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে দেশের জার্সিতে অভিষেক হয় সৌরভের। ভারতের অন্যতম সেরা অধিনায়কও বলা হয় তাকে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনালে ওঠে মেন ইন ব্লু’রা।