রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চায় হৃদয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০
কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চায় হৃদয়
কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চায় হৃদয়

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায় তখন সেখান থেকে টেনে তুলেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুজনের ১৫৪ রানের জুটি লজ্জার রেকর্ড থেকে বাঁচায় টাইগাদের। জাকের ৬৮ রানে আউট হলেও নিজের ইনিংসকে প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাাজিক ফিগারে নিয়ে যান হৃদয়। শেষ ওভারে ১০০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট বাংলাদেশ থামে ২২৮ রানে।

ওই রান নিয়ে ম্যাচ জেতা হয়নি বা্ংলাদেশের। শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরি জিতিয়ে দেয় ভারতকে। তাই নিজে সেঞ্চুরি করলেও দল জিততে না পারার আক্ষেপ হৃদয়ের কণ্ঠে।

অল্প পুঁজি নিয়ে ভালোই লড়াই করেছেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। তাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় জানিয়েছেন তার মন খারাপের কথা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।’

এই সেঞ্চুরি করার পথে পায়ে টান পড়ে হৃদয়ের। ব্যথা নিয়েই অনেকটা সময় ব্যাট করেছেন তিনি। পরের ম্যাচেও খেলার জন্য সবটা দিয়ে চেষ্টা করবেন এই মিডল অর্ডার ব্যাটার।

তিনি ফেসবুকে লেখেন, ‘শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আরো একটু ভালো খেললে দলের জন্য আরো ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তারজন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেনো।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com