বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুন্দারহাট থেকে বাজার করে আবুল হোসেনসহ কয়েকজন যাত্রী অটোভ্যানে উঠে বাড়িতে আসার জন্য কুন্দারহাট বাসস্ট্যান্ডের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়া চেষ্টা করে। অপরদিকে বগুড়া থেকে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। সে অটোভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে যায়। তখন বাসের চাকা আবুল হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পরে স্থানীরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার ও বাসটিকে আটক করেছি। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com