বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার! আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি ‎ ‎- শামসুজ্জামান দুদু বাগেরহাটের রামপালে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা কমিটি ও মামলা বাণিজ্য ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলেন সাবেক সভাপতি দুপচাঁচিয়ায় নবাগত ইউএনও শাহরুখ খানের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত দুপচাঁচিয়ায় মৎস্যজীবী সমিতি বাতিল সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবীতে মানববন্ধন দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বাগেরহাটের রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে: শিক্ষা মন্ত্রণালয়

সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি: পরিবেশ উপদেষ্টা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০
সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি: পরিবেশ উপদেষ্টা
সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি: পরিবেশ উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজাওয়ানা হাসান।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

রিজাওয়ানা হাসান। বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিভিন্ন সতর্কতামূলক বার্তা দিতেই পারে। কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ বর্তমান দায়িত্বে থেকেই রাজনৈতিক দল গঠন করছেন, এমন কিছু আমার জানা নেই। আর শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন, যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তা করা হবে। কাজেই এখানে সন্দেহের বা আশঙ্কার কোন জায়গা নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল। তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে এখনও অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি। কাজেই অনাস্থা তৈরির মতো কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না।

নির্বাচন নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণসহ সবাইকে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন সেই সময়সীমার মধ্যেই এখনো আমরা স্থির রয়েছি।

পরিবেশের ক্ষতি করে কোন উন্নয়ন ফলপ্রসূ হবে না উল্লেখ করে পরিবেশের সুরক্ষায় ইলেকট্রিক গাড়ির ব্যবহারের বিষয়েও কথা বলেন উপদেষ্টা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com