এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান – ২০২৫ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ ২৩জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমের অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. ছায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার কীর্ত্তনীয়ার সভাপতিত্বে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, বিশিষ্ট শিক্ষাবিদ মুখার্জি রবীন্দ্রনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী স্পেশাল পিপি এ্যাডঃ এম এ অদুদ মুক্তা, প্রাক্তন শিক্ষার্থী খন্দকার আকমল উদ্দিন সাখি, মোঃ আব্দুল্লাহ বনি, মোঃ জাহিদুর রহমান, মোঃ ওহিদুজামানসহ সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নেয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় ৩ শত বিজয়ী শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সকলকে মুগ্ধ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠান সমুহের আয়োজন করে।