দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত ২২জানুয়ারি বুধবার দুপুরে এক আলোচনা সভা অধ্যাপক আব্দুল হামিদ সেখ এর সভাপতিত্বে ও প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাজাহান আলী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মাহমুদুন নবী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ।
এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মিনার, ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রিপন প্রামানিক, ইউপি সদস্য ইব্রাহীম আলী, সহকারী অধ্যাপক রফিকুল আলম, মোকছেদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, হাম্মাদ আলী, তাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।