দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় দুপচাঁচিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫জানুয়ারি বুধবার সন্ধ্যায় পৌরসভার মিলনায়তনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান এর সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শাহজাহান সিরাজ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, পৌরসভার কর আদায়কারী মফিজ উদ্দিন প্রমুখ।
বিদায়ী অতিথিকে পৌরসভা, পৌর সার্ভিস এসোসিয়েশন ও বিভিন্ন শাখা প্রধানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপচাঁচিয়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী(পানি ও পয় নিস্কাশন) কর্মকর্তা জামিনুর রহমান শেখকে আনুতোষিক হিসাবের প্রাপ্য অর্থের এককালীন চেক তুলে দেন পৌর প্রশাসক জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।