বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ধুনটে ৬ জুয়ারী গ্রেপ্তার

সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে তাস নামক জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, পীরহাটি গ্রামের রেজাউল করিমের ছেলে আলম শেখ (৩৬), দুলু শেখের ছেলে আব্দুস সোবহান (৩৭), সাঘাটিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে ফরিদুল ইসলাম (৩৬), হিজুলি গ্রামের মৃত রফান আলীর ছেলে সেলিম রেজা (৪০) চৌকিবাড়ি ইউনিয়নের নছরতপুর গ্রামের মজিবর মল্লিকের ছেলে শামীম মল্লিক (৩৫), আব্দুল হামিদের ছেলে খোকন শেখ (৪০)।

থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই অমিত মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের আলম শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি পাটি, ১টি চাদর, ৩ বান্ডিল তাস, ও ২ হাজার ৬ শত  টাকা জব্দ করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ারীদের গ্রেপ্তার করে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com