সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে দোকানে চুরি মোংলায় ঘের দখলের অভিযোগ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ‎৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ‎ অসামাজিক কার্যকলাপ বন্ধে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন বাগেরহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে শিশু নিহত বাগেরহাটে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ: আহত-১০ দুপচাঁচিয়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা কালকিনিতে ছাত্রদল-বিএনপির সংঘর্ষে আহত-৫” বোমা বিস্ফোরণ! রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোর চক্রের চাপাতির কোপে ব্যবসায়ী আহত নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার 

মোংলায় ঘের দখলের অভিযোগ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১০
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি মোংলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আবাসন সংলগ্ন পাকখালী এলাকায় ৮০একরের একটি চিংড়ি মাছের ঘের যুবদল নামধারী এক দল সশস্ত্র ক্যাডার জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী শেখ আঃ সালাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর এস,এম জিহাদুজ্জামানের যৌথ মালিকানাধীন এ মাছের ঘেরে যুবদল নামধারী একদল ক্যাডার মোটর সাইকেল যোগে সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়ে ঘেরটি জবর দখল করে নেয়। এ সময় দখলে বাঁধা দিলে দখলকারী ক্যাডাররা চৌকিদারদের গালিগালাজ ও মারপিট করার চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দিয়ে ঘের থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশে অভিযোগ দেওয়া হলেও ঘেরটি ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়নি।
এলাকাবাসী, ভূক্তভোগী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০০৬সাল থেকে মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আঃ সালাম জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিতভাবে হারির (ইজারা) টাকা পরিশোধ করে ওই জমিতে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ করে আসছেন। এরপর ২০১৭সালে শেখ আঃ সালাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর এস,এম জিহাদুজ্জামান যৌথ মালিকানায় ওই জমিতে মাছের চাষাবাদ করে আসছেন। সর্বশেষ জমির মালিকদের কাছ থেকে আগামি ২০২৭সাল পর্যন্ত ওই ঘেরের লিজ নেওয়া হয়। চলতি মৌসুমে ঘেরে চাষের জন্য ডিসেম্বর ও জানুয়ারী মাসে কয়েক দফায় কয়েক লাখ টাকার বাগদা, গলদা, চিংড়িসহ বিভিন্ন মাছের পোনা ছাড়া হয়।
এদিকে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ চিংড়ি ঘেরটির উপর যুবদল নামধারী একটি মহলের লোলুপ দৃষ্টি পড়ে। তারা বিভিন্ন মাধ্যমে ঘেরটি জবর দখলের কয়েকবার ব্যর্থ চেষ্টা চালায়। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় প্রয়াত মোংলা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ফকির আব্দুস সালামের ছেলে পৌর যুবদল নেতা মোঃ সুমন ফকির ও তার সহযোগী সোহাগ শেখের নেতৃত্বে যুবদল নামধারী ১৪/১৫জনের সশস্ত্র ক্যাডার বাহিনী মোটর সাইকেলে মহড়া দিয়ে ওই ঘেরটি জবর দখল করে তাদের নিয়ন্ত্রণে নেয়। শনিবার বিকেল পর্যন্ত ঘেরটি জবর দখলকারীদের নিয়ন্ত্রণে ছিল।
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা সুমন ফকির বলেন, ওই ঘেরে তার প্রয়াত পিতা ও স্বজনদের বেশ কিছু জমি রয়েছে। তারা তাদের জমিতে ঘের করতে গিয়েছে। এক পর্যায়ে তিনি মোংলা পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এমরান হোসেনের নামে ওই ঘেরের নতুন ডিড করা হয়েছে বলে জানান। যদিও এমরান হোসেন জানিয়েছেন, ওই ঘেরের সাথে তিনি কোনভাবেই সমম্পৃক্ত নন। নাম ভাঙ্গিয়ে তার সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ের বিরোধ দেখা পুলিশের কাজ নয়।
পুলিশের মোংলা-রামপাল সার্কেলের এএসপি মুশফিকুর রহমান তুষার বলেন, এ ব্যাপারে থানায় দেয়া অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে এবং তদন্ত করে দেখছে ঘেরটি আসল মালিক কে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়ার আশ^াস পুলিশের এ কর্মকর্তার।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com