সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে দোকানে চুরি মোংলায় ঘের দখলের অভিযোগ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ‎৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ‎ অসামাজিক কার্যকলাপ বন্ধে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন বাগেরহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে শিশু নিহত বাগেরহাটে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ: আহত-১০ দুপচাঁচিয়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা কালকিনিতে ছাত্রদল-বিএনপির সংঘর্ষে আহত-৫” বোমা বিস্ফোরণ! রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোর চক্রের চাপাতির কোপে ব্যবসায়ী আহত নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার 

পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ‎৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ‎

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২০

‎গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে রোববার গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‎মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর মো: জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমুখ। মানববন্ধন শেষে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করেন।

‎বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। সেইসাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা (রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা।


Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com