প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে দোকানে চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে মেসার্স প্রগতি প্রসাধনী এন্ড স্টেশনারী দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দোকান মালিক বিজয় চন্দ্র সরকার তার দোকান বন্ধ করে বাসায় চলে যায়। পরদিন রবিবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দোকানের শাটারের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে দোকানের মালামাল এলোমেলো হয়ে রয়েছে। পরে উপর দিকে তাকিয়ে দেখতে পায় টিনের চাল (ছাউনি) কাটা। ধারণা করা হচ্ছে গভীর রাতে কেবা কাহারা দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সিগারেট ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে দোকান মালিক বিজয় চন্দ্র সরকার বলেন, এর আগেও একই কায়দায় আমার দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। আমি দোকান চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগ করেছি।
থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, দোকান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।
Copyright © 2025 ekattorerdesh. All rights reserved.