দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা-২৫ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সচিব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রোগ্রামার সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, ইউনুছ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাজমুল সাকিব নাঈম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু সরদার, আলমঙ্গীর হোসেন, সোহেল মাহমুদ সুজা, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বিবি, নাছরিন বেগম, খাদিজা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান, আবু তালহা, গোলাম রব্বানী, উদ্যোক্তা বিলাস প্রাং সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।