রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার  গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ মেম্বরদের দুপচাঁচিয়ার গুনাহারে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দুপচাঁচিয়ায় ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ পীরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক

নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৫০
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন ঘটনায় লম্পট গ্রেপ্তার হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের ১৯ বছর বয়সি এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে বাড়িতে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে যায়। এই সুযোগে বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে রাঙ্গা হোসেন নান্টু (৩৩) ওই বাড়িতে পানি খাওয়ার অজুহাতে গিয়ে পানি খাওয়ার জন্য গ্লাস চায়। পরে ওই গৃহবধূ তাকে পানি খাওয়ার জন্য গ্লাস দিলে টিউবওয়েল থেকে পানি বের করে পানি খেয়ে গ্লাসটি ফেরত দেওয়ার পর তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শাকাতরস্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটায়। তখন ওই গৃহবধূ ও তার শিশু সন্তান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসতে থাকে। তখন রাঙ্গা হোসেন নান্টু দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরে গ্রামবাসীরা তাকে আটক করে গণধোলাই দেয়। তারপর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে প্রথমে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে বন্দি করে রাখে। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার এসআই সিয়াম হাসান তদন্ত করছেন।
এবিষয়ে থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা সিয়াম হাসান জানান, গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি রাঙ্গা হোসেন নান্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com