দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া রেহেনা ডেন্টাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারীর উদ্যোগে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত ১১জানুয়ারি শনিবার উপজেলার গুনাহার ইউনিয়নে এ ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান দুদু, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান উজ্জল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জিয়ানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান মাষ্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আশরাফুল আলম, যুবদল নেতা নূর এ আজম রিয়াদ, রাবু খান, শাকিল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, মহিলাদলের সভানেত্রী সিলভা খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ এইচএইচএম রাশেদুজ্জামান রাশেদ ও মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জেসমিন আক্তার জুথি।