দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গত ১০জানুয়ারি শুক্রবার রাতে উপজেলা পরিষদ চত্বরে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আহবায়ক আকাইদ ইসলাম নাহিদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। উদ্ভোধকের বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ রুবেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ব্যবসায়ী শামীম সরদার, নূর ইসলাম বাবলু, রাজীব সরদার, শাহীনুল ইসলাম প্রমুখ। ফাউন্ডেশনের সদস্য নাদিম, সাকিব, আবু তালহা, রাশেদ, মিজাদ, তানভীর, জাকারিয়া, হেলাল, খাইরুল প্রমুখ। খেলায় রাশেদ-সিফাত দল নাদিম-তালহা দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন মাহমুদুল হক শিপন। ধারাভাষ্য প্রদান করেন রাজু আহম্মেদ। টুণামেন্টে ৮টি টিম অংশ গ্রহণ করে। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে নওগাঁ জেলায় বদলীয় হওয়ায় ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।