আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নেসকোর গণবিরোধী ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সান্তাহার পৌর ও ইউনিয়ন এলাকাবাসী।
শনিবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে এলাকাবাসীর আয়োজন ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি আতোয়ার রহমান, সাংবাদিক রবিউল ইসলাম রবিন, তরিকুল ইসলাম জেন্টু, রকিবুল হাসান রাকিব, নিজামরুল ইসলাম বৃত্তি প্রমূখ।
মানববন্ধন বক্তারা জানান, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করলে পূর্বের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে জনসাধারণের। বিগত সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতি ও অনিয়ম ভরপুর করে রেখেছে। ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তারা।
এ জাতীয় আরো খবর..