শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

আক্কেলপুরে সাবেক ছাত্রনেতার গনসংযোগ

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর জয়পুরহাট
  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১২

আক্কেলপুর(জয়পুরহাট) সংবাদদাতা :
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা,উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: আব্বাস আলী নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন।
আজ শুক্রবার বিকেল ৪ টার সময় উপজেলার গোপিনাথপুর বাজারে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় করেন। জয়পুরহাট-২ (কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: আব্বাস আলী বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিগত ফ্যাসিস সরকারের আমলে বহুবার হামলার শিকার হয়েছি। মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি বিএনপির একজন কর্মি,অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও বিএনপির নেতৃবৃন্দ। তাই সকলকে সাথে নিয়ে দলীয় প্রচারনায় অংশগ্রহন করা আমার নৈতিক দায়িত্ব। হাইকমান্ট যখন যাহাকে মনোনয়ন দিবেন তখন সকলেই মিলে সেই একজন তথা ধানের শীষ বিজয়ের যুদ্ধে লিপ্ত হবো। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচারণা ও গণসংযোগ করছি।
তিনি আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগনকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। তার সাথে সাথে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও র্দীঘায়ু কামনায় জনগনের কাছ থেকে দোয়া চাচ্ছি।
গণসংযোগে অংশ নেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফকরুজ্জামান চৌধূরী,উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক ডিএম জাকির হোসেন,স্থানীয় গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমানসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com