বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে ইমাম সমিতির বিক্ষোভ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্টান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ শেষে খুলনা মোংলা মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ বের করেন।

রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হযরত উমর রাঃ জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবদুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব ও ইমাম সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ কারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।বক্তাগণ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, রামপালের মাটিতে কোন প্রকার অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না।

আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে হুসিয়ারী উচ্চারণ করেছি। রামপাল প্রেসক্লাব নামের একটি সংগঠনের সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোষররা খুলনার জনৈক ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালা আয়োজন করে। রামপাল প্রেসক্লাবের আতিয়ার মোটা টাকার ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায়।

বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোয়াসার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপালে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।#

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com