দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহজাহান আলীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আলফাজ আলী ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ,মনোয়ার হোসেন, মিলন হোসেন, অভিভাবক তফিকুল ইসলাম স্বপন,মানিক প্রমুখ।
শেষে কোলগ্রাম উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন।