বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্রু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সান্তাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাগর খান, সাংবাদিক খায়রুল ইসলাম, রায়হানুল ইসলাম রতন, গোলাম রব্বানী, আব্দুল মতিন, রবিউল ইসলাম, বুলবুল আহম্মেদ, পরিবহন নেতা মাসুদ চৌধুরী, আব্দুল মান্নান, মিজানুর রহমান,আক্কাস আলী। সভায় সান্তাহার শহরে যানজট নিরসনে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী ১১ জানুয়ারী এ বিষয়ে আবারও সভা অনুষ্ঠিত হবে।