দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব’ গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের(অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা, পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৮জানুয়ারি বুধবার বিকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুপচাঁচিয়া পৌরসভা ৩-২ গোলে জিয়ানগর ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়। পরে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ। শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, মেহেরুল ইসলাম, আনোয়ার হোসেন, যুবদল নেতা আশরাফুল আলম, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান, দুপচাঁচিয়া ফুটবল একাডেমি সভাপতি মাহমুদুল হক শিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি নাজমুল সাকিব নাঈম, মাহমুদুল নাকিব, আবু তালহা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ। ফাইনাল খেলা পরিচালনা করেন লিটন আকন্দ। তাকে সহযোগিতা করেন আরিফ মন্ডল ও আয়নাল হক। ধারাভাষ্য প্রদান করেন ওবায়েদ ইসলাম বায়জিদ, জুয়েল কাজী।