গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই। শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না।
রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, জনআকাঙ্খা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।
ড. কামাল হোসেন বলেন, আমরা সারাজীবন ষড়যন্ত্র মোকাবিলা করেছি। জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র চালিয়ে যায়। ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সবসময়ই থাকে। জনগণকে ঐক্যবদ্ধ করেই এসব মোকাবিলা করতে হবে। জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে। জনগণকে নিয়েই আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।