বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়।

শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

অবস্থা গুরুতর হলেও এই অভিনেতা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

এদিকে আজ অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com