দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা অনুষ্ঠানসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানসূচীর মধ্য ছিল ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে গত ২জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্ এর সভাপতিত্বে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ের ওপর আলোকপাত করে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দুপচাঁচিয়ার প্রতিনিধি আবু তালহা, নাজমুস সাকিব নাঈম, হাবিবুল বাশার, তানিয়া ইসলাম প্রমুখ। পরে ৩টি ক্যাটাগরিতে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপচাঁচিয়ার প্রতিবন্ধী, নারী ও পুরুষদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলার ৪জন প্রতিবন্ধীর মাঝে ৪টি হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুপচাঁচিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#