আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবক ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নিজামুল আমিন বৃত্তি ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে পৌর শহরের বিভিন্ন মহল্লার ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ করেন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের রেলগেট চত্বরে শীত বস্ত বিতরণ উদ্বোধন করেন সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শক হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক রোকনুজ্জামান রুকু, উপজেলা কোকো পরিষদের সভাপতি আতোয়ার রহমান, পৌর যুবদলের নেতা আমিনুল ইসলাম কোয়েল, জাকিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ জাতীয় আরো খবর..