মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতে নিরিহ মুসল্লিদের উপর অতর্কিত হামলাকারী সাদিয়ানী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৬ ডিসেম্বর সকাল ১০ দশটায় নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতী নজিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান ,মুফতী আল আমিন,মাওলানা সাখাওয়াত, মাওলানা আলা আমিন, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, মুফতী নুরুল্লাহ সহ অন্যান্য ওলামায় একরামগণ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।