এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটে মানবকন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাংবাদিক ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ী। বুধবার রাতের কোন এক সময় বসত ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী,আমি আমার পরিবার নিয়ে বাগেরহাটে বসবাস করি। বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। বাড়ীতে লোক=জন কম থাকার সুয়োগে রাতের কোন এক সময় বড়ীর খোজ রাখা চোরেরা দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের আলমারি ভেঙ্গে ভিতরে থাকা স্বর্ণের ২ জোড়া কানের দুল, ১ টি চেইন ও ৩টি আংটি নিয়ে যায়। যার ওজন আনুমানিক তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে।
তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশ পাশের এলাকায় চুরি ঘটনা মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে । এজন্য এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।