শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার

গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার হাটসাজাপুর এলাকা থেকে গভীর নলকুপের ১০কেভিএ ৩টি ট্রান্সফরমার ও সংযোগকৃত বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার সহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত ২৪ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এ মালামাল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর এলাকা থেকে হারেজ আলী প্রামানিক নামের এক ব্যক্তি গভীর নলকুপের ১০কেভিএ ৩টি ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় গত ২৩ডিসেম্বর হারেজ আলী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে মনোয়ার হোসেন বাদল(২৮) ও দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বানিয়াদীঘি গ্রামের বাবুর ছেলে নয়ন(২৪)কে গ্রেপ্তার করে। তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০কেভির ৩টি ট্রান্সফরমার বক্স ও ট্রান্সফরমারে ব্যবহৃত ৫কেজি তামার কেবল উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের অন্যতম সদস্য। ২৫ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্ন করা হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার ও তার চোর চক্রের অন্যান্য সদস্যের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com