বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
মোংলা প্রতিনিধি
মোংলার প্রধান শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চসহ ৪০টি গীর্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। খ্রীস্ট ধমার্বলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে শেহলাবুনিয়া খ্রীস্ট পল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
শুভ বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১১টায় শেহলাবুনিয়া ক্যাথলিক গীর্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘন্টা বাজানোর সাথে সাথে অনুষ্ঠিত হয় প্রার্থনার প্রথম পর্বের নানা আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বিশেষ প্রার্থনাসহ নানা আচার অনুষ্ঠান। শুরুতেই যিশু খ্রীষ্টকে ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেহলাবুনিয়া গীর্জার (সাধুপল ক্যাথলিক মন্ডলী) পালক পুরোহিত ফিলিপ মন্ডল। প্রার্থনা করা হয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও। মঙ্গলবার রাতে শেহলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীজার্সহ ৪০টি চার্চে একসাথে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ এ প্রার্থনা।
এছাড়া বুধবার সকালে শেহলাবুনিয়া, মালগাজী, কানাইনগর, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রীষ্ট অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে। সকল গীর্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আর্বিভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষ্যে সকল গীর্জা ও খ্রীষ্টান পল্লীগুলোতে পুলিশের রয়েছে বাড়তি নজরদারী।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, বড়দিন উপলক্ষে গীর্জাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া গীর্জা এলাকাগুলোতে থাকছে পুলিশ টহল ও কঠোর নজরদারী।
এদিকে বড়দিন উপলক্ষে খ্রীস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সদস্য শেখ আঃ হালিম খোকন ও পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী। শুভেচ্ছা জানিয়েছেন জেলা জামায়াত নেতা এ্যাডবোকেট মাওলানা আঃ ওয়াদুদও।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com