দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ করা হয়েছে। গত ২৪ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে নিয়োগপ্রাপ্ত ডিলাররা হলেন সিওঅফিস কাঁচা বাজার এলাকার হামিম ট্রেডার্সের এম,ডি শিমুল, পুরাতন বাজার এলাকার সাদ এন্ড মোহাইমিন ট্রেডার্স এর ইকবাল হোসেন, শহরতলা এলাকার রোজ ট্রেডার্সের সাদমান হাফিজ অপু, ডিমশহর এলাকার শান্ত চাউল কলের শহীদুল ইসলাম, ধাপহাট এলাকার মেসার্স বর্ষা ট্রেডার্স এর বেলাল হোসেন, মেইল বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মক্কা এন্টারপ্রাইজ এর একেএম দাউদ হাসান জাহিদী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তালোড়ায় হল পট্টি এলাকার আল রাফি, তালোড়া তিনমাথা এলাকার আব্দুল আহাদ ও পলিপাড়া এলাকার জলিলুর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক প্রমুখ। প্রসঙ্গতঃ ওএমএস ডিলার নিয়োগের জন্য ৫১জন দরপত্র প্রদান করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে ৩৭টি আবেদন প্রাথমিকভাবে বিবেচিত করা হয়।