দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সাকিব আলী(১৫) নামের এক কিশোরকে মারপিটের ঘটনায় ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ২৪ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে আধাঘণ্টাব্যাপী বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলাকাবাসী মোবাইদুন নবী তিতাস, ইব্রাহীম আলী, মেহেদী হাসান, রাশেদুজ্জামান রাকিব, শিক্ষার্থী সৌমিক শাহরিয়ার সিয়াম প্রমুখ। প্রসঙ্গতঃ গত ২১ডিসেম্বর সন্ধ্যায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতাল গেটের সামনে মার্সেল শো-রুমের স্বত্বাধিকারী ফেরদাউস আলম নামের এক মোটরসাইকেল চালকের সাথে সাউড দেয়া নিয়ে সাকিবের সঙ্গে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ফেরদাউস ও তার সহযোগী নিরব তালুকদার সাকিবকে মারপিট করে গুরুতর আহত করে। আহত সাকিব দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর দক্ষিনপাড়া মহল্লার বকুল হোসেনের ছেলে। বর্তমানে সাকিব দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাকিব বাদী হয়ে ওইদিন রাতেই দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরদিকে একই দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন পরিষদের ব্যানারে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে বিকেল সাড়ে ৪টা থেকে ১০মিনিটের মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাকিবের পিতা বকুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদের প্রতিনিধি সাকিব নাঈম, মোঃ আদিল, মোঃ আতিক, আবুল বাশার, নাঈম প্রমুখ। মানববন্ধন শেষে বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এসময় দ্রুত দুপচাঁচিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদের পক্ষ থেকে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।