সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার বাগেরহাটে গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসব অনুষ্ঠিত বৈষম্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে ইমামদের দায়িত্ব পালন করতে হবে, বাগেরহাটে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‎গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের ॥ প্রতিরোধের আহ্বান দুপচাঁচিয়ায় ধোকরকোলা গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলা, ১৬ সেনাসদস্য নিহত

নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই
নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চালককে মারপিট করে জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম শহরের কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকইর-নামুইট গ্রামের মাঝে।
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের নিজস্ব ইজিবাইক চালক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রতিদিনের মতো চাকলমা গ্রামের বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আসি। সেখান থেকে পাটগাড়ি যাবার কথা বলে দুইজন পুরুষ ও একজন মহিলা যাত্রী বেশে ইজিবাইকে উঠে পাটগাড়িতে যাবার কথা বলে। এরপর আমি ইজিবাইক নিয়ে পাটগাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর জনতা মার্কেটের সামনে থেকে আরো দুইজন পুরুষ যাত্রী বেশে ইজিবাইকে উঠে। তারপর উল্লেখিত স্থানে পৌঁছিলে তারা সুযোগ বুঝে আমার হাত-পা ও মুখ বেঁধে মাথায়, গলায় এবং বুকে ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে বেধড়ক মারপিট করে জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হক জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করার চেষ্টা করছি। আশা করি তা উদ্ধার হবে।
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com