দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় ধোকরকোলা গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত২০ডিসেম্বর শুক্রবার বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুপচাঁচিয়া ফুটবল একাডেমি ২-১ গোলে মোস্তফাপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। খেলা শেষে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও দরগাহাট ডিগ্রি কলেজের অফিস সহায়ক আল-আমিনের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দুপচাঁচিয়া ফুটবল একাডেমি সভাপতি মাহমুদুল হক শিপন, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী সুলতান সাখিদার, পশ্চিম আলোহালী আদর্শ ক্রীড়া একাডেমীর সভাপতি মোস্তাফিজুর রহমান ফটিক। আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন সিমপেক্স এগ্রো লিমিটেড এর এরিয়া ম্যানেজার লাভলুল হক, প্রগতির সংঘের সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। খেলা পরিচালনা করেন শরিফুল ইসলাম সাদ্দাম, তাকে সহযোগিতা করেন খায়রুল ইসলাম, নাঈম হোসেন ,সাজ্জাদ হোসেন। খেলা পরিচালনা করেন পারভেজ, সিয়াম, শিপন ,রাকিব, আদর প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে ২ টা খাসির পুরস্কার দেয়া হয়।