দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মেধা বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর শুক্রবার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, এসোসিয়েশন উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুর রউফ, গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আবুল বাশার, মাহমুদুর রশীদ, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, এসোসিয়েশনের উপদেষ্টা সহকারী শিক্ষক শহীদুল ইসলাম মহলদার, ব্যবসায়ী আল আমিন জনি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন মহলদার, পরিচালক রেজওয়ান আলী, সদস্য সচিব অজিত কুমার প্রমুখ। এদিন প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ১৪৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা ৪টি ক্যাটাগরিতে উত্তীর্ণ ৩’শ ৫০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।