দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়ায় পশ্চিম আলোহালী আদর্শ ক্লাব এর সদস্যবৃন্দের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সালমা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক। সহ-সভাপতি বক্তব্য রাখেন পশ্চিম আলোহালী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাজানুর রহমান সোহেল।
বিশেষ মেহমানের বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুউদ্দীন আহমেদ, ইউপি সদস্য ইউনুছ আলী। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় সাউথ আফ্রিকা প্রবাসী ফাহাদ আহম্মেদ, দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুর রহমান।ঢাকা উত্তরা হাজী আবু তাহের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আনসারী দাঃবাঃ।
দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা জহুরুল ইসলাম জিহাদী। এ সময় সম্মানিত অতিথিবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।