এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে গনমাধ্যম কর্মীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কানাডা হাই কমিশনের সহয়তায় উন্নয়ন সংস্থা ওয়াদা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতির সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় কানাডা হাই কমিশনের রাজনৈতিক সচিব ডেভিস মার্কুস, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ দেবনাথ, বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ গণমাধ্যম কর্মিরা তাদের মতামত তুলে ধরেন। কর্মশালায় গণমাধ্যমে সাংবাদিকদের স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন, গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়নে প্রচারণা ও প্রসারে উদ্বুদ্ধ করা হয়।