ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে এই মাসের শুরুতে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে বলে দাবি উঠেছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার জন আহতের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।
লি সাং-কওন জানান, হতাহতের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। সেনাদের অপরিচিত যুদ্ধক্ষেত্র এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতার অভাবের কারণেই এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহের শুরুতে, প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনাদের হতাহতের খবর পাওয়া যায়। জানা গেছে, অক্টোবর মাসে উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য ১০ হাজার সেনা পাঠায়।
এর আগে, স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর), মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র উত্তর কোরিয়ার সেনাদের নিহত হওয়ার কথা জানালেও সুনির্দিষ্ট সংখ্যা দেননি।
এর একদিন পর, একজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে “শতাধিক” সেনা নিহত বা আহত হয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে এই হতাহতের ঘটনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।