দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সাবেক তালোড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, তালোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, গুণীজন ও এক সফল কৃষককে সংবর্ধনা এবং অতিথিদের সম্মাননা স্মরক প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এ উপলক্ষে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব চত্তরে তালোড়া ইউপির চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অবসর প্রাপ্ত জয়েন্ট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী কবিরাজ, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এ মোকতাদ রাজু, নেত্রকোনার কমলাকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেফুজুল ইসলাম মিঠু, তালোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান খন্দকার সহ ক্লাবের সভাপতি খন্দকার সালাহ উদ্দীন আহম্মেদ এ্যাপোলো প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ক্লাবের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা ও বিভিন্ন উপহার প্রদান করেন।