দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর সোমবার বিকালে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাসের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ গোলাম মুক্তাদির সবুজ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, দপ্তর সম্পাদক আবু রায়হান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক খাইরুল ইসলাম দেওয়ান প্রমুখ। শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।