এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের হাড়িখালীতে মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগি শেখ ফরিদ(২৫)কে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।
গ্রেফতার নওশীন পূরবী ওরফে ডালিয়া বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।
১৬ ডিসেম্বর রাতে পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক, এ এস আই সরদার সাইফুল ইসলাম এবং এ এসআই মইনুল প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এসআই হানিফ এসআই গৌতম এ এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে পাঁচশত পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এসময় ইয়াবা ব্যবসায় ব্যবহৃত তিন চাকার পেষ্ট রংয়ের একটি স্ক্রুটার ও জদ্ব করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।