কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ওমর ফারুক নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওমর ফারুক পৌর এলাকার কাষ্টগড় গ্রামের মিঠু তালুকদার ছেলে। আজ সোমবার রাতে নিহতের পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, শিশু ওমর ফারুক তার নানা বাড়ি উপজেলার বাঁশগাড়ি এলাকার কাচিকাটা গ্রামে মায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে বেড়াতে যায়। সে সোমবার বিকালে বাড়ির সবার চোখ ফাকি দিয়ে ঘরের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এসময় তার পাঁ পিচলে পুকুর পানিতে ডুবে মারা যায়।
নিহতের দাদা কালাম তালুকদার জানান, আমার নাতি ওমর ফারুক পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রাত ১২ টায় তার দাফন করা হবে।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর দেলোয়ার হাওলাদার জানান, পানিতে ডুবে শিশু ওমর ফারুক মারা গেছে বিষয়টি জেনেছি।