আক্কেলপুর (জয়পুরহাট)সংবাদদাতা জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দারকে পুনঃ বহালের দাবিতে মানবন্ধন করা হয়েছে।
আজ রোববার দুপুর দুইটায় ওই কলেজের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও আক্কেলপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই কলেজের কিছু শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা মানববন্ধনে কয়েক জন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য দেন। তারা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকেন্দারকে পুনঃ বহালের দাবি জানান।
মানববন্ধনে প্রভাষক তৌফিক আরা বলেন, কলেজের অ্যাডহক কমিটি নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরীকে পুনঃ বহালের দাবি জানাচ্ছি।
শিক্ষক প্রতিনিধি ফারুক আলম চৌধুরী বলেন, কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা বহিরাগত কাউকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মানছেন না। একারণে আমরা অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকেন্দারকে পুনঃ বহালের দাবি জানাচ্ছি।