বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নুর এ নবী বিদায় ও আহসান হাবিব নবাগত পরিদর্শক (ইন্সপেক্টর) শুভাগমন উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আয়োজনে গোয়েন্দা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আহসান হাবিবের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) প্রধান সহকারী চীফ কমান্ড্যান্ট শরীফ উদ্দিন প্রাং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেশন মাষ্টার খাতিজা খাতুন, সাংবাদিক সাগর খান, সান্তাহার স্টেশনে কর্মরত কর্মকর্তা মনোয়ার হোসেন, আব্দুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী ইন্সপেক্টর নুর এ নবীর হাতে ক্রেস দিয়ে বিদায় জানায় আর নবাগত ইন্সপেক্টর আহসান হাবিবকে ক্রেস দিয়ে বরণ করেন নিরাপত্তার বাহিনীর সদস্যরা। একই সাথে সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বিদায়ী ইন্সপেক্টর নুর এ নবী হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।