সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার বাগেরহাটে গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসব অনুষ্ঠিত বৈষম্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে ইমামদের দায়িত্ব পালন করতে হবে, বাগেরহাটে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‎গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের ॥ প্রতিরোধের আহ্বান দুপচাঁচিয়ায় ধোকরকোলা গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলা, ১৬ সেনাসদস্য নিহত

বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

মফস্বল ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫
বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই
বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফারুক হোসেন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং মোকামতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন ওই বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ৭/৮ সদস্য অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়।

এলাকাবাসীর দাবি, ফারুক নিরীহ মানুষ। তাকে অযথা গায়েবি মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না।

তবে ভোর পর্যন্ত ওই গ্রামে তল্লাশি চালিয়েও পুলিশ ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ভোর চারটার দিকে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে আটক করে আসামি ছিনিয়ে নিয়েছে। আমাদের পুলিশ ছিল মাত্র ৭-৮ জন। ঘটনার পর আমরা হাতকড়াটি উদ্ধার করেছি। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করব।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com